সাতক্ষীরায় বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২০২২ এর আওতায় মেয়েদের চারদলীয় ভলিবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহরের চালতেতলা কারিমা মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিকালে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মো. খালিদ জাহাঙ্গীর। খেলায় কারিমা মাধ্যমিক বিদ্যালয় নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন জ্যোতি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক আকবর হোসেন।