কালিগঞ্জ প্রতিনিধি॥ কালিগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্ক ফোর্স কমিটির সদস্য এবং কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংঙ্কর দাশ দীপু‘র সভাপতিত্বে তারই সম্মেলন কক্ষে তথ্য প্রযুক্তির মাধ্যমে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ আইন-২০০৫ বাস্তবায়নে বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মন্ডল, কৃষিবীদ ও কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দিন, থানার উপ-পরিদর্শক প্রদীপ কুমার রায়, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম, আকরাম হোসেন, ইউপি চেয়ারম্যান আলিম আল-রাজী টোকন, গোবিন্দ মন্ডল, ফেরদৌস মড়ল, (এসএইচআই) এনজিও প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া প্রমুখ। প্রশিক্ষণে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও আমাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্ক ফোর্স কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।