কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্ণামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় বঙ্গমাতা ফুটবলে বলিয়ানপুর ও বঙ্গবন্ধু ফুটবলে কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়েছে । বুধবার (১২ জুন) কলারোয়া উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে খেলা দুটি অনুষ্ঠিত হয়। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টূর্ণামেন্টের ফাইনালে মুখোমুখি হয় বলিয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম খাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। নির্ধারিত সময়ের প্রথমার্ধে কোন দলই গোল করতে পারি নি। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে বলিয়ানপুরের অধিনায়ক নাহিদা খাতুন তোহা গোল করে দল কে এগিয়ে নেয়। পরে আর কোন গোল না হওয়ায় ঐ ১ গোেেলই জয়লাভ করে এবং বলিয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে এবং খাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। পরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনালে মুখোমুখি হয় কোমরপুর সরকারি বনাম খোর্দ্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলার প্রথমার্ধে কোমরপুর ইসমাঈল গোল করে দল কে এগিয়ে নেয় কিন্তু খেলার দ্বিতীয়ার্ধে খোর্দ্দর জুনায়েদ গোল করে খেলায় সমতা আনলে খেলা টি ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে কোমরপুর ৪-৩ গোলে খোর্দ্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। ফলে কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে এবং খোর্দ্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। বঙ্গমাতা টূর্ণামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বলিয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তোহা এবং বঙ্গবন্ধু ফুটবল টূর্ণামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইসমাইল। টূর্নামেন্ট কমিটির সভাপতি ও কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। খেলা শুরুতে উভয় দলের সাথে সৌহার্দ্য বিনিময় করেন কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলিমুর রহমান, এস,এম আলতাফ হোসেন লাল্টু, টূর্নামেন্ট কমিটির সদস্য সচিব এবং উপজেলা শিক্ষা অফিসার এইচ,এম রোকনুজ্জামান, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাড শেখ কামাল রেজা, উপজেলা রির্সোস সেন্টারের ইনস্ট্রাকটর মোঃ নুরুল ইসলাম মৃধা,সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান, মন্ডল মধুসূদন, মোঃ আশেকুজ্জামান রানা, এস,এম মফিজুল ইসলাম, মোঃ হারুনর রশীদ, সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও বিপুল সংখ্যক দর্শক খেলা দুটি উপভোগ করেন। খেলার রেফারি পরিবেশন ও সহযোগিতায় ছিলেন শিক্ষক মাসউদ পারভেজ মিলন। খেলাগুলো পরিচালনা করেন সাজেদুল করিম তপু, আসাদুর রহমান, মোমিনুর রহমান, রুহুল আমিন, সাইফুল ইসলাম, এবং ধারাভাষ্যে ছিলেন সহকারী শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, আসাদুর রহমান সেন্টু, শিক্ষক আঃ ওহাব মামুন, ও শিক্ষক শেখ শাহাজাহান আলী (শাহিন)।