শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

খুলনায় বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

খুলনা জেলা প্রশাসনের সহযোগিতা এবং বিসিক জেলা কার্যালয়ের ব্যবস্থাপনায় শিববাড়ি বিসিক চত্বরে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী বুধবার বিকালে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা। খুলনা বিসিকের জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক তাহেরা নাসরীণের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা বিসিকের আঞ্চলিক পরিচালক মোঃ মাহবুবুর রহমান ও নাসিবের সভাপতি মোঃ ইফতেখার আলী বাবু। স্বাগত বক্তৃতা করেন বিসিকের আঞ্চলিক কার্যালয়ের বিশেষজ্ঞ গোলাম সাকলাইন। অনুষ্ঠানে অতিথিরা বলেন, সরকার নারী উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। বিসিক মুলত উদ্যোক্তাদের নিয়ে কাজ করে। জেলা পর্যায়ে নারী উদ্যোক্তাদের ক্ষুদ্র ও কুটির শিল্পে উৎসাহিত করা হচ্ছে। নারীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ ও ঋণ দেওয়া হচ্ছে। অনেক এনজিও বিভিন্ন প্রোডাক্ট বিদেশে রপ্তানি করে থাকে। সেক্ষেত্রে বিসিকের সাথে সংশ্লিষ্ট নারী উদ্যেক্তাদের তৈরি প্রোডাক্ট শুধু দেশে নয়, বিদেশেও যাতে রপ্তানি করতে পরে তার জন্য বিসিক কর্তৃপক্ষ কার্যকরী ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে অতিথিরা স্টল প্রতিনিধিদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন। মেলায় ৩৭ টি স্টলে নারী উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন রঙের বাহারি বড়-ছোটদের পোশাক, পাটের তৈরি বিভিন্ন সামগ্রী, খাবার, হস্তশিল্পসহ বিভিন্ন সামগ্রী প্রদর্শন ও বিক্রি করা হয়।-তথ্য বিবরণী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com