শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:০০ অপরাহ্ন

কয়রায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোহসিন রেজাকে সংবর্ধনা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৪ জুন, ২০২৪

কয়রা (খুলনা) প্রতিনিধি ॥ কয়রা উপজেলা পরিষদের নবনির্মিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়েছে খান সাহেব কোমরউদ্দীন কলেজ। বৃহস্পতিবার বিকাল ৪ টায় খান সাহেব কোমরউদ্দিন কলেজের সভাপতি ডা. মোঃ খান আহম্মেদ হেলালীর নেতৃত্বে কলেজ কমিটি ও কলেজের প্রভাষকদের নিয়ে এ সংবর্ধনার আয়োজন করেন। কলেজের প্রভাষক মোঃ শাহাবাজ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই নববির্বাচিত চেয়ারম্যান মোহসিন রেজাকে ফুলের তোড়া দিয়ে কলেজের শিক্ষক এবং পরিচালনা পর্ষদের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন খান সাহেব কোমর উদ্দিন কলেজের গর্ভানিং বোডির সভাপতি ডা. খান আহম্মেদ হেলালী। তিনি বলেন আমরা এবার সৎ, সাহসী, দূর্নিতির বিরুদ্ধে প্রতিবাদকারী চেয়ারম্যান মোহসিন রেজাকে নির্বাচিত করেছি। আপনি এ উপজেলায় দুষ্টের দমন আর শিষ্টের পালন করবেন। এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান জিএম মোহসিন রেজা বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এ জয় আপনাদের আমি শুধু আপনাদের সেবক। আপনাদের সকল আশা আকাঙ্খা পুরনে সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ। একই সঙ্গে বিপুল ভোটে বিজয়ী করায় মানবতার মা জননেত্রী শেখ হাসিনা সহ দলের নেতৃবৃন্দ এবং কয়রা উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com