আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে টানা চতূর্থবার শপথ বাক্য পাঠ করলেন আলহাজ্ব এবিএম মোস্তাকিম। বুধবার বেলা ১১ টায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শফথ বাক্য পাঠ করেন তিনি। খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ শফথ বাক্য পাঠ করান। একই সাথে আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সাহেব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি-কেও আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করানো হয়। এসময় আলহাজ্ব এবিএম মোস্তাকিম এর সফর সঙ্গী ছিলেন, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, সহ-সভাপতি ঢালী মোঃ শামসুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীউলা সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল, প্রতাপনগর সাবেক ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, আনুলিয়া সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, আওয়ামীলীগ নেতা অহিদুল ইসলাম, শিক্ষক বুদ্ধদেব সরকার, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, যুবলীগ নেতা মুর্শিদ আলম সহ আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। শফত বাক্য অনুষ্ঠান শেষে সকল সঙ্গী নেতৃবৃন্দ চতুর্থবারের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিমকে ফুলেল শুভেচ্ছা জানান।