বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
এক যুবকের আত্মহত্যা রতনপুর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মঞ্জুর উপর সন্ত্রাসী হামলা, থানার অভিযোগ গাঁজা ও ফেনসিডিলসহ আটক-২ কয়রায় ভিটিআরটি ও বাঘবন্ধু দক্ষতা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষন সদরের ডি.বি হাইস্কুল মাঠে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক নিরসন শীর্ষক আলোচনা সভা খুলনায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সাব-কন্ট্রাক্টিং সংযোগ বাস্তবায়ন ও উন্নয়ন শীর্ষক সেমিনার  জলবায়ূ বিপন্ন ও স্থানান্তরিত নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে সভা শ্যামনগরে মাদক বিরোধী সাইকেল র‌্যালি পাইকগাছা উপজেলা মৎস্য সহ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে সরকারি খানবাহাদুর আহছানউল্লাহ কলেজ চ্যাম্পিয়ন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৫ জুন, ২০২৪

স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গতকাল বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সরোয়ার হোসেন। তিনি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধাঃ সম্পাদক মোঃ সাইদুর রহমান শাহিন, মীর তাজুল ইসলাম রিপন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য ইকবাল কবির খান বাপ্পি, কাজী কামরুজ্জামান, শিমুন শামস্, এমাদুল হক খান,শেখ হেদায়েতুল ইসলাম। ফাইল খেলায় কালিগঞ্জের রতনপুর ইউনাইটেড মডেল কলেজ বনাম দেবহাটার সরকারি খান বাহাদুর আহছানউল্লাহ কলেজ। খেলায় কালিগঞ্জের রতনপুর ইউনাইটেড মডেল কলেজকে ৪-০ গোলে পরাজিত করে দেবহাটার সরকারি খান বাহাদুর আহছানউল্লাহ কলেজ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে খেলার গৌরব অর্জন করে। ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন খান বাহাদুর আহছানউল্লাহ কলেজের মিয়ারাজ, সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন হাসানুজ্জামান, টুর্নামেন্টের সেরা খেলোয়ার খেলোয়ার শামিম। খেলা পরিচালনা করেন রেফারি মোঃ নাসির উদ্দীন সহ তার টিম।এসময় জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও বিভিন্ন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর খেলায় জেলার মোট ১০টি কলেজ অংশগ্রহণ করে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com