স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় ঈদ আনন্দ ভাগাভাগি করতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ফোরাম ৮৭, সাতক্ষীরা আয়োজনে দুঃস্থ-প্রতিবন্ধী শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সকালে শহরের সুইড খাতিমুন্নেসা লস্কর প্রতিবন্ধী স্কুলে শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ৮৭ ফোরামের সভাপতি ও সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু,সাধাঃ সম্পাদক শফিউল হাসান, সহ-সভাপতি হাফিজুর রহমান বিটু, সদস্য সেলিম আকতার, আব্দুর রহমান, খালিদ খান, আব্দুল্লাহ আল তারেক, ঈদুজ্জামান, নাজমা, মিরা, নাজমা, হিমু আনসারী, সুইড খাতিমুন্নেসা লস্কর প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ। ফোরাম ৮৭, সাতক্ষীরা সভাপতি, রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া ব্যক্তিত্ব তৈয়েব হাসান বাবু জানান, বন্ধুদের এই সংগঠন বন্ধুদেরই আর্থিক সহযোগিতার মাধ্যমে দু:স্থ-প্রতিবন্ধী শিশুদের জন্য এই ক্ষুদ্র মানবিক সহায়তা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, প্রতি প্যাকেটে ঈদ উপহার সামগ্রী হিসাবে, চাল, ডাল, সেমাই, দুধ, তেল, চিনি, বাদাম, কিচমিচ, শিশু দের লেখাপড়ার জন্য খাতা, কলম, পেন্সিল, সাবান, সোডাসহ বিভিন্ন সামগ্রী।