স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় এক বুদ্ধি প্রতিবন্ধী নারীর করুন মৃত্যু হয়েছে। মর্মান্তিক দূর্ঘটনাটি গতকাল বিকাল সাড়ে ৩টায় সদরের উপজেলার বহ্মরাজপুর এলাকায় ঘটে। নিহত প্রতিবন্ধী গয়াঘোষ (৫২) ঐ এলাকার লালু মোহনের মেয়ে। প্রতিবন্ধী হওয়ায় তার বিবাহ হয়নি। জানাগেছে, গয়া ঘোষ দুপুরে খাবার পরে রাস্তায় হাটছিল হঠাৎ একটি মাছবাহী পিকআপ তাকে চাপা দেয় এতে সে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। সদর থানার ওসি মোহাম্মদ গোলাম কবির এ তথ্য নিশ্চিত করেছেন।