আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নে সমুদ্রগামী ২৩৯ জেলের মাঝে বরাদ্ধকৃত চাল বিতরণ করা হয়েছে। শনিবার দরগাহপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ চাল বিতরণ করা হয়। ইউনিয়নের সমুদ্রগামী জেলেদের মাঝে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মিরাজ আলী। এ সময় সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তার প্রতিনিধি এবং ট্যাগ অফিসার উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রম তদারকি করেন। এসময় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য-সদস্যাবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।