শুক্রবার, ২৮ জুন ২০২৪, ০৫:৫৩ অপরাহ্ন

মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৬ জুন, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল ১৫ জুন শনিবার সকাল ৯টায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব)-এর উদ্যোগে ভাব শিক্ষা ও প্রশিক্ষণ প্রকল্পের আওতায় উপজেলার জেসি কমপ্লেক্সে শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে উপজেলার সুবিধাবঞ্চিত মাধ্যমিক বিদ্যালয়ের ৪ জন, কলেজের ৮ জন, বিশ্ববিদ্যালয়ের ৬ জন ও মেডিকেলের ৩ জন শিক্ষার্থী সহ মোট ২১ জন মেধাবী শিক্ষার্থীেদের মাঝে নগদ ২ লক্ষ টাকার বৃত্তি প্রদান করা হয়। উক্ত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষাবৃত্তি প্রদান করেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। এসময় তিনি বলেন, এসব সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা যেন ঝরে না পড়ে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং ওদের পাশে দাঁড়াতে হবে। ভাব বাংলাদেশ এসব সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে এজন্য ভাব বাংলাদেশকে শ্যামনগরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ভাব বাংলাদেশের আইটি ও প্রোগ্রাম অফিসার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান শিক্ষক এবিএম লুৎফুল আলম, প্রধান শিক্ষক শেখ মতিউর রহমান, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক মেহেদী হাসান মারুফ, ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ম্যানেজার আব্দুল আলীম, কম্পিউটার প্রশিক্ষক মাকসুদুর রহমান মিলন প্রমুখ। অনুষ্ঠানে জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে ভাব বাংলাদেশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com