আটুলিয়া প্রতিনিধি ॥ আটুলিয়া ইউনিয়ন পরিষদ ও নওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটি উদ্যোগে সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো: সাইদুজ্জামান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। নওয়াবেঁকী বাজার কাঁচামাল পট্টিতে গতকাল বিকালে সংবর্ধনা অনুষ্ঠান। বিভিন্ন পর্যায়ের রাজনীতি নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ,সুশীল সমাজের নেতৃবৃন্দ শিক্ষক, সাংবাদিক ,মুক্তিযোদ্ধা , ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিতিতে আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের তথ্য জিএম সালাউদ্দিনের পরিচালনায় সংবর্ধিত প্রধান অতিথি বক্তব্য রাখেন সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ , উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি। এ সময় উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্যের সহধর্মিনী রোজিনা পারভীন। শ্যামনগর মহসিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ ডক্টর আব্দুর রহমান। নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান, কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আনিসুজ্জামান আনিস, নওয়াবেঁকী ডিগ্রী কলেজের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, আটুলিয়া আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলাম, তাজ উদ্দিন আহমেদ, এস এম মারুফ বিল্লাহ, নওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, প্রমুখ।