বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়নগরে মন্দির ভিত্তিক স্কুলের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় শ্যামনগরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কর্মি টি এস অনুষ্ঠিত তালায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় বিজয় দিবসে সদর উপজেলা বিএনপির র্যালি কলারোয়ায় টালি মালিক সমিতির নব—কমিটি গঠন সভাপতি গোষ্ট পাল ও সাধারণ সম্পাদক তুহিন সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ নুসরাতের নৃশংস হত্যাকারী জনির ফাঁসির দাবীতে মানববন্ধন আশাশুনি আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

হামাসকে নির্মূল সম্ভব নয় স্বীকার ইসরাইলি কর্মকর্তার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২১ জুন, ২০২৪

দৃষ্টিপাত ডেস্ক ॥ দখলদার ইসরাইলি বাহিনীর সদস্যদের হামলা আর হত্যাকান্ডের মাধ্যমেই গাজা উপত্যকায় ভোরের সূর্য উদিত হয় এবং সন্ধ্যায় সূর্য অস্ত যায়। কিন্তু প্রিয় মাতৃভূমির মুক্তির জন্য সংগ্রামরত হামাস যোদ্ধারা কম নয়, বুকের রক্তের বিনিময়ে তারা তাদের প্রিয় জন্মভূমির স্বাধীনতা অর্জনে আর রক্ষায় তৎপর। গত নয় মাসে দখলদার ইসরাইলি বাহিনী ৩২ হাজারের কাছাকাছি ফিলিস্তিনিকে হত্যা করেছে, হাজারো হামাস যোদ্ধা অকাতরে লড়াই করে জীবন উৎসর্গ করেছেন কিন্তু দখলদার ইসরাইলি বাহিনী এখনও পর্যন্ত গাজা যুদ্ধে জয়লাভ করেনি, হামাসকে নির্মূল ও ধ্বংস করতে পারেনি। বরঞ্চ প্রতিদিন, প্রতিমুহুর্তে এবং প্রতিনিয়ত দখলদার ইসরাইলি বাহিনীর সদস্যরা হামাসের হামলায় নিহত, আহত ও ব্যাপক ভিত্তিক হতাহতের শিকার হচ্ছে। দখলদার ইসরাইলি বাহিনীর লাখ লাখ সেনা গাজায় হামলা ও হত্যাকান্ডে জড়িতরা হতাশ একই সাথে তারা ও মৃত্যুভয়ে ভীতু। দখলদার বাহিনীর উর্দ্ধতন সামরিক কর্মকর্তা ইতিমধ্যে অতি সত্য কথাটা বলেছৈন সেনা কর্মকর্তা ভ্যানিয়েল হ্যাগারী, তিনি স্পষ্ট ভাবেই জানান দিলো হামাসকে নির্মূল করা সম্ভব নয়। হামাস একটি আদর্শ, ইহা একটি মতাদর্শ, একজন বা একাধিক জন হামাস সদস্যকে হত্যা করলে মুহুর্তে সৃষ্টি হবে হামাস সদস্য। ইসরাইলি সংবাদ পত্র চ্যানেল ১৩তে স্বাক্ষাতকারে ভ্যানিয়েল হ্যাগারী আরও বলেন, একটি মতাদর্শকে কখনও নির্মূল বা ধ্বংস করা সম্ভব নয়, আমরা হামাসকে শেষ করছি বা ধ্বংস করছি বা করতে যাচ্ছি এটা বলা মানে মানুষের চোখে ধুলা দেওয়া। তিনি আরও বলেন, আমরা বিকল্প ব্যবস্থা না নিলে হামাস থাকবে। এদিকে হিজবুল্লাহকে নিমূল করার ঘোষনা দেওয়ার ২৪ ঘন্টা অতিবাহিত হতে না হতেই হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের ভূখণ্ডে আবারও ভয়াবহ ক্ষেপনাস্ত্র হামলা পরিচালনা করেছে। উক্ত হামলায় ইসরাইলের সীমান্ত গ্রামগুলোর পাশাপাশি একাধিক শহর আক্রান্ত হয়েছে। হিজবুল্লাহর পক্ষ হতে এক বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে যে আগামী দিন গুলোতে ইসরাইলের জন্য ভয়াবহ পরিনতি অপেক্ষা করছে। তাদের জন্য অপেক্ষা করা করুন পরিনতি বিশ্ববাসি অত্যন্ত ঘৃনা ও বিস্ময়ের সাথে প্রত্যক্ষ করবে। এদিকে রাফা ক্রসিংএর বর্হিগমন ঘর জ্বালিয়ে দেওয়ার পর থেকে সমগ্র রাফা শহরে দখলদার ইসরাইলি বাহিনী অবস্থান নিয়েছে উক্ত অবস্থানের কারনে হামাস যোদ্ধারাও কখনও বিচ্ছিন্ন ভাবে আবার কোন কোন সময়ে সংঘবদ্ধ ভাবে দখলদার বাহিনীর সাথে সহিংসতায় লিপ্ত হচ্ছে। কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা জানিয়েছে রাফা শহরের সর্বত্র ট্রাংক প্রবেশ করেছে এবং অবস্থান নিয়েছে। বর্তমান সময়ে পশ্চিমা মিডিয়া ও রয়টার্স এ বিশেষ ভাবে আলোচিত খবর হলো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সমালোচনা, প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত দুইমাস যাবৎ ইসরাইলের চাহিদানুযায়ী অস্ত্র সরবরাহ করছে না যে কারনে যুদ্ধক্ষেত্র ইসরাইলি সেনারা রসদ শুন্যতায় ভুগছে। নেতানিয়াহুর সমালোচনার কড়া জবাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর,ইসরাইলের প্রধান মন্ত্রীূূ নেতানিয়াহুর বক্তব্যের জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে ইসরাইলের সেনারা যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্রের মাধ্যমে নিরীহ ও বেসামরিক ফিলিস্তিনিদের হত্যা করছে যে কারনে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ত্র সরবরাহ বন্ধ রেখেছে। মার্কিন যুক্তরাষ্ট্র নেতানিয়াহুর সমালোচনার জবাবে তাৎক্ষনিক ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইসরাইলের প্রতিনিধিদের বৈঠক বাতিল বলে ঘোষনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, এদিকে লোহিত সাগরে ইসরাইলি মুখি জাহাজে হামলা পরবর্তি ডুবিয়ে দেওয়া জাহাজটির ভিডিও প্রকাশ করেছে হুতি যোদ্ধারা। উল্লেখ্য হুতি যোদ্ধাদের নিষেধ অমান্য করে উক্ত জাহাজটি ইসরাইলি বন্দরমুখি যাত্রা করলে হুতি যোদ্ধারা ড্রোন হামলা চালায় উক্ত হামলায় এক ক্রু ুিুনহত ও জাহাজটি ডুবে যায়। এদিকে গত চব্বিশ ঘন্টায় দখলদার ইসরাইলি বাহিনীর সদস্যরা অন্তত পঁচিশজন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। খান ইউনিসে গতকাল হামাস যোদ্ধারা দখলদার ইসরাইলি বাহিনীর সাথে তুমুল প্রতিরোধ হামলায় অবতীর্ণ হয়। হামাস প্রধান ইসমাইল হানিয়া আবারও দখলদার ইসরাইলি বাহিনী ও সরকারকে হুশিয়ারী করে বলেছে আগামী দিন গুলোতে ইসরাইলি বাহিনীর প্রতিটি হামলার দাদভাঙ্গা জবাব দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com