স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় পুলিশ সুপারের কনফারেন্স রুমে জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সভাপতি পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মো: আমিনুর রহমান, জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারন সম্পাদক ক্রীড়া ব্যক্তিত্ব তৈয়েব হাসান বাবু, সহ সভাপতি রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য শেখ ইকবাল আলম প্রমুখ। এছাড়া জেলা পুলিশের কর্মকর্তা ও জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় রেফারী রিফ্রেসাস কোর্স, আন্ত উপজেলা রেফারী ফুটবল টুর্নামেন্ট সহ বিভিন্ন রেফারিজ উন্নয়ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। কার্যনির্বাহী কমিটির সভায় সাবেক ফিফা সহকারী রেফারী শেখ ইকবাল আলম বাবলু কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানানো হয়।