বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার বড়দল আফতাবউদ্দীন কলেজিয়েট স্কুলের-২০০৬ সালের এসএসসি ব্যাচের পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ঈদের দ্বিতীয় দিন সকালে পূনর্মিলনী উপলক্ষে স্কুলের সম্মেলন কক্ষে পরিচয়পর্ব, ফুলেল শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা, কবিতা আবৃতি ও পুরষ্কার বিতরনের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাললুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতার ছেলে হাফিজুল ইসলাম সানা ও মাস্টার পবিত্র কুমার নন্দী। এসময় রুম্পা খাতুন, দেবদাস কুমার, সুমিত্রা চক্রবতী, পংকজ কুমার, আলীমজ্জামান রাজু, ইনামুল হক প্রমূখ বক্তব্য রাখেন।