আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনিতে কৃষক লীগের বর্ধিত সভা ও আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকালে উপজেলা বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক লীগের সভাপতি এনএমবি রাশেদ সরোয়ার শেলী। সাধারণ সম্পাদক মতিলাল সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, বড়দল ইউনিয়ন কৃষক লীগের সভাপতি – সম্পাদক আছাদুল ফকির ও নীলকণ্ঠ গাইন, শোভনালী ইউনিয়নের সভাপতি আক্তারুজ্জামান বাবলু, বুধহাটা ইউনিয়নের সভাপতি – সম্পাদক আজহারুল ইসলাম ও হারুন অর রশিদ, কুল্যা ইউনিয়নের সভাপতি – সম্পাদক তারিকুল ইসলাম ও রবিউল ইসলাম বাদশা, দরগাহপুর ইউনিয়নের সভাপতি কনক প্রসাদ রায়, কাদাকাটি ও খাজরা ইউনিয়নের সাধারণ সম্পাদক অভিজিৎ সানা ও রবিউল ইসলাম। সভায় সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি ও টানা চারবার নির্বাচিত আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমকে বৃক্ষ রোপন ও কৃষক সমাবেশের মাধ্যমে সম্মাননা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। সভার শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও কেক কেটে ২৩ জুন আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।