বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুর্ধ ১৭ প্রতিযোগিতা অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মাসুদ, দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলী, সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপঙ্কর সরকার দিপ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী সেলিম রেজা সেলিম, ক্রীড়া শিক্ষক আনিছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় আগামী ২৫ জুন থেকে খেলা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।