বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার নূরনগরে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানির কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন (আব্দুল্লাহ গাজী) মৃত্যু বরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি নূরনগর ইউনিয়নের খাসবাড়ি গ্রামের মোঃ আতিয়ার গাজীর বড় পুত্র। পারিবারিক সূত্রে জানা যায়,
তিনি স্টোকে আক্রান্ত হয়ে ঢাকা মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ২৫ জুন মঙ্গলবার সকাল ৮ টা ৩০ মিনিটে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার কর্মময় জীবনে নূরনগরে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানির কর্মকর্তা হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে এসেছেন। এলাকায় একজন ভাল মানুষ হিসেবে সকলের সাথে নিবিড় সম্পর্ক ছিল তার। এশার নামাজ বাদ রাত ৯ টায় জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে পরিবার সহ অত্র এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।