কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জ শ্যামনগর রোর্ডের জাহাজঘাটায় মটর সাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও একজন আহত হয়েছে। নিহত মটর চালক মোহাম্মাদ এবাদুল হোসেন ২২। সে কালিগঞ্জ উপজেলার ধলবাড়ীয়া ইউনিয়নের মুড়াগাছা গ্রামের শেখ আব্দুল আজিজের পুত্র। ধলবাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য গোলাম ফারুক দৈনিক দৃষ্টিপাতকে জানান শ্যামনগর থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক হঠাৎ মটর বাইকার মোহাম্মাদ এবাদুল হোসেনের মটর সাইকেলের সামনে এসে পড়লে অসাবধানতা বশত তাতে ধাক্কা খেয়ে মটর সাইকেল থেকে ছিটকে পড়ে চালক এবাদুল প্রচন্ড আঘাত মাথা মগজ বাহির হয়ে ঘটনা স্থলে মারা যায়।খবর পেয়ে কালিগঞ্জ সড়ক পরিবহন ইউনিয়নের নেতৃবৃন্দ ঘটনা স্থলে আসে ।পরে আইন শৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রে আনে।মটর বাইকের অন্য যাত্রী মারাত্বক আঘাত পেয়ে চিকিৎসাধীন আছে। এদিকে গতকাল আছর নামাজ বাদ নিহত মোহাম্মাদ এবাদুল হোসেনের গ্রামের বাড়ি কালিগঞ্জ উপজেলার ধলবাড়ীয়া ইউনিয়নের মুড়াগাছায় জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়।