ডুমুরিয়া খুলনা প্রতনিধি ॥ ডুমুরিয়া উপজেলা প্রশাসনের তিন কর্মকর্তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটি ও নিরাপদ সড়ক চাই এর যৌথ উদ্যোগে গতকাল বিকাল ৩টায় উপজেলা অফিসার্স ক্লাবে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে সভায়, নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন ও বিদায় সহকারী কমিশনার (ভূমি) এসএম আশিস মোমতাজ,নবাগত সহকারি কমিশনার(ভূমি) আরাফাত হোসেনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন নিসচা ডুমুরিয়া উপজেলার উপদেষ্টা অধ্যাপক আব্দুল কাউয়ুম জমাদ্দার, সভাপতি খান মহিদুল ইসলাম, সহসভাপতি শাহজাহান জমাদ্দার, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, প্রচার সম্পাদক খান আরিফুজ্জামান নয়ন, যুব বিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ, কার্যকরী সদস্য আব্দুর রহমান বেপারী, আলিমুজ্জামান, এম এ জলিল, খান মোঃ মুজাহিদুল ইসলাম সেতু, মানবাধিকার কর্মী আবুবক্কার মোল−া, বি এম নাজিম উদ্দিন, আব্দুল আজিজ, আল আমিন, গোবিন্দ পাল, এবং ডুমুরিয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।