মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ঠ পাইকগাছাবাসী নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা-র প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. আবু ইউসুফ মো: আবদুল্লাহ-র আইবিএর নতুন ডিরেক্টর হিসাবে যোগদান আশাশুনিতে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত ২৫ পরীক্ষার্থী আশাশুনিতে গরু ও গোখাদ্য বিতরণ আশাশুনিতে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে দপ্তরী কল্যাণ সমিতির ফুলেল শুভেচ্ছা কয়রায় উপজেলা পর্যায়ে নাগরিক সংলাপ দেশের উন্নয়নে অর্থনৈতিক শুমারি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে -সিটি মেয়র খুলনায় বাল্যবিবাহ নিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মহানায়কের সঙ্গে নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সৌজন্য সাক্ষাৎ ডুমুরিয়ার খামারিদেরকে তালা উপজেলার গরু মোটা তাজাকরণ খামার পরিদর্শন

সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক নিরসন শীর্ষক আলোচনা সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

বিভাগীয় পর্যায়ে মসজিদের ইমাম, খতিব ও আলেমা-ওলামাদের নিয়ে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক নিরসন’ শীর্ষক আলোচনা সভা বুধবার দুপুরে খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ ফিরোজ শাহ। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, ইমাম, খতিব ও আলেম-ওলামাগণ হলো ধর্মীয় ও সামাজিক নেতা। সমাজে তাদের কথা সকলে মন দিয়ে শোনেন। ইসলাম ধর্মকে ইতিবাচকভাবে সমাজের মানুষের কাছে প্রচার ও বিষয়ভিত্তিক আলোচনা করতে হবে। আলেম-ওলামারা সমাজের একটি গুরুত্বপূর্ণ জায়গায় আছেন, এটা আপনাদের অনুধাবন করতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সবাইকে সচেতন করে তুলতে হবে। তিনি আরও বলেন, ইসলামের সঠিক আদর্শ ও শিক্ষার প্রচার-প্রসারের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা রেঞ্জ এর অতিরিক্ত ডিআইজি মোঃ হাসানুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা ও খুলনা নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান। খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ জালাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সহকারী পরিচালক মুহাম্মদ আশরাফ আলী। খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে।-তথ্য বিবরণী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com