স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে বীজ, রাসায়নিক সার এবং নারিকেল চারা বিতরণ উদ্বোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরা সদর উপজেলার আয়োজনে গতকাল সকাল ১০ টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বরে পুনবাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, রাসায়নিক সার ও নারিকেল চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বাবু। সদর সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মনির হোসেন। এসময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান সহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধ, কৃষি কর্মকর্তা ও কর্মচারী, কৃষক বৃন্দ।সদর উপজেলার ২ হাজার ৩০০ শত কৃষকের মাঝে ৫ কেজি রোপা আমন ধান বীজ, ১০ কেজি ডি এপি সার, ১০ কেজি এমওপি সার এবং ১ হাজার ৩০০শ’ জন কৃষকের মাঝে ৫ হাজার নারিকেল চারা বিতরণ করা হয়েছে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিঃ কৃষি অফিসার প্লাবনী সরকার।