আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার খাজরা ও আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ এর সংরক্ষিত ১নং ওয়ার্ডের উপ নির্বাচনের তফশীল ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ জুলাই ভোট গ্রহনের দিন ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ আলী সোহাল জুয়েল এ তপশীল ঘোষণা করেন। তফশীল অনুযায়ী নির্বাচন অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৪ জুলাই। মনোনয়নপত্র বাছাই করা হবে ৫ জুলাই। আপীল দায়ের ৬ থেকে ৮ জুলাই। আপিল নিস্পত্তি করা হবে ৯ জুলাই। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই। প্রতীক বরাদ্দ ১১ জুলাই এবং ভোট গ্রহণ করা হবে ২৭ জুলাই। উল্লেখ্য, গত উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী আলহাজ্ব শাহনেওয়াজ ডালিম খাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করায় পদটি শূণ্য হয় এবং আশাশুনি সদরের সংরক্ষিত আসনের মহিলা সদস্য মারুফা খাতুন পদত্যাগ করায় পদটি শূন্য হয়ে যায়।