স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা জেলা আলীগের সহ সভাপতি সাবেক ছাত্রনেতা চিকিৎসাধীন শেখ সাহিদ উদ্দীন সাঈদের সুস্থ্যতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা আলীগের যুগ্ম সাধাঃ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবুর আয়োজনে গতকাল জুম্মা বাদ শহরের কাটিয়া শাহী জামে মসজিদে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা আলীগের যুগ্ম সাধাঃ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুণ অর রশিদ, সদর উপজেলা আলীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধাঃ সম্পাদক মোঃ শাহাজান আলী, যুগ্ম সম্পাদক এনছান বাহার বুলবুল, পৌর আলীগের সহ সভাপতি মীর মোস্তাক আলী, সহ সভাপতি আশরাফুল কবির খোকন, যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশি, ধর্ম বিষয়ক সম্পাদক কামরুজ্জামান, জেলা যুবলীগের সাবেক আহবায়ক জুলফিকার রহমান উজ্জ্বল, আলীগ নেতা মীর মোশারফ হোসেন মন্টু, রেজাউল ইসলাম কাগজী, শাহাজাদা, শফিকুল ইসলাম ময়না, আজিজুল ইসলাম সহ সদর উপজেলা ও পৌর আলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় জাতির পিতা বঙ্গবন্ধুর পরিবারের সকল শহিদের মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য-দীর্ঘায়ু কামনা ও জেলা আলীগের সহ সভাপতি শেখ সাহিদ উদ্দীনের সুস্থ্যতা কামনা দোয়া অনুষ্ঠিত হয়।দোয়া পরিচালনা করেন কাটিয়া শাহী জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাও হাফিজুর রহমান।