বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাইড্রোজেন ও অ্যামেনিয়া থেকে বিদ্যুৎ উৎপাদন হবে -প্রধানমন্ত্রী পাইকগাছায় টানা বৃষ্টিতে ব্যস্ততা বেড়েছে ছাতা কারিগরদের শ্যামনগরে বাঘ বিধবাদের নিয়ে সামাজিক সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত কয়রায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোহসিন রেজাকে আনুষ্ঠানিক বরণ খুলনায় বর্জ্যরে নিরাপদ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালার সমাপনী নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে বৃক্ষরোপণ সাতক্ষীরায় বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বেশি করে গাছ লাগাতে হবে নির্বাহী কর্মকর্তা মোঃ শোইয়েব আহমেদ মহামান্য হাইকোর্টের সাময়িক বরখাস্তের আদেশ অমান্য করে পাটকেলঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে এক সৈনিকের করুন মৃত্যু

কলারোয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে কলারোয়া পৌরসভা চ্যাম্পিয়ান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩০ জুন, ২০২৪

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে (বালক অনুর্ধ্ব -১৭) এর চ্যাম্পিয়ান হয়েছে কলারোয়া পৌরসভা। শনিবার বিকাল চারটায় কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে কলারোয়ার ১২ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভাকে নিয়ে আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট -২০২৪ (বালক অনুর্ধ্ব -১৭)” এর ফাইনাল খেলা উপজেলার কয়লা ইউনিয়ন পরিষদ ও কলারোয়া পৌরসভার মধ্যে অনুষ্ঠিত হয়। খেলার পাঁচ মিনিটের মাথায় কলারোয়া পৌরসভা গোল করে এগিয়ে যায় কিন্তু খেলার দশ মিনিটে সংঘবদ্ধ আক্রমন থেকে গোল পরিশোধ করে কয়লা ইউনিয়ন পরিষদ। প্রথমার্থ ১-১ গোলে সমতা নিয়ে দ্বিতীয়ার্ধ শুরুতে উভয় দল আক্রমান্তক ভাবে খেলে গোলের দেখা না পাওয়ায় খেলাটি ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে ৩-০ গোলে কলারোয়া পৌরসভা টিম কয়লা ইউনিয়ন পরিষদকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। ফলে কয়লা ইউনিয়ন রানার আপ হয়েছে। ম্যান অব দ্যা ম্যাচ কলারোয়া পৌরসভার গোলরক্ষক ঈমন, সেরা গোলদাতা পৌরসভার মুন্না, এবং ম্যান অব দ্যা সিরিজ কয়লা ইউনিয়ন পরিষদের আশিক হোসেন রাব্বী। খেলা গুলি উপভোগ করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন, কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান বুলবুল, জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েমনের সাধারণ সম্পাদক কে এম আনিছুর রহমান, কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহেল রানা, প্যানেল মেয়র মোঃ জাহাঙ্গীর হোসেন, কাউন্সিলর শেখ জামিল হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আকিমুদ্দীন আখিঁ, পৌরসভার আয়কর নির্ধারক মোঃ নাজমুল হোসেন, মোঃ আসাদুজ্জামান তুহিন, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা,আলহাজ্ব আঃ আব্দুর রহিম বাবু, কলারোয়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর, সাবেক ফুটবলার দীলিপ ঘোষ, মোঃ মফিজুল ইসলাম, ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক মোঃ রেজাউল করিম লাভলু, রেফারি ঈমন হোসেন। খেলা গুলি পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন, ফারুক হোসেন স্বপন, কামরুজ্জামান বাবু, সাজিদুল করিম তপু, এবং ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন, ও মোঃ জাহাঙ্গীর হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com