স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরার প্রগতি সঞ্চয় ও ঋণদান সোসাইটির পরিচালক প্রতারক প্রাণনাথ দাসকে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল ভোররাতে শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায় তার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। জানা গেছে দেবহাটা উপজেলার টিকেট গ্রামের মৃত জুড়েন দাসের পুত্র পুরাতন সাতক্ষীরা বাসিন্দা প্রাণনাথ দাস প্রগতি সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটি খোলেন। পরে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা লোপাট করে ভারতে পালিয়ে যান। ভারতের পশ্চিমবঙ্গের গোয়েন্দা পুলিশ (এসডিএফ) এর হাতে আটক হয়ে জেলে যায়। সেখান থেকে মুক্তি পেয়ে পালিয়ে বাংলাদেশে আসেন। সাতক্ষীরা সদর থানার ওসি মোঃ মহিদুল ইসলাম জানান,তার বিরুদ্ধে প্রতারণার মামলা রয়েছে। আজ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।