স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে শহরের বাঁকাল পূর্বপাড়া এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসান। তিনি ড্রেণ নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মারুফ আহমেদ, সংরক্ষিত কাউন্সিলর অনিমা রানী মন্ডল, পৌরসভার এস ও সাগর দেবনাথ প্রমুখ। বাঁকাল পূর্বপাড়ায় কালাম গাজীর বাড়ির হতে মহিদুল এর বাড়ি পর্যন্ত ৫৯০ ফুট পাকা ড্রেন সাতক্ষীরা পৌরসভা নিজস্ব অর্থায়নে ৫ লক্ষ ৭৫হাজার ৪৫২ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ আব্দুর রহমান, পৌরসভার কার্যসহকারী মোঃ আব্দুল মোত্তালেব, ওয়ার্ড আ লীগের নেতা হযরত আলী বাবু, আব্দুল হামিদ গাজী, বাবলু গাজী, শেখ কবির হোসেন, আব্দুর রহমান, মফিজুল ইসলাম, রিয়াজুল জান্নাত মসজিদের সভাপতি মোঃ আব্দুর রহিম ও মসজিদের ইমামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি সৈয়দ শাহিনুর রহমান প্রমুখ। এসময় সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন বাঁকাল জামে মসজিদের ইমাম হাফেজ আনোয়ার হোসেন। অপরদিকে পৃথক সময়ে পৌরসভার ৬ নং ওয়ার্ডের কুখরালী মাঝের পাড়া মেইনরোডের মুখ হতে রিয়াজুল জান্নাত মসজিদ পর্যন্ত ২৬২ ফুট সিসি ঢালায় রাস্তা ২লক্ষ ৬১ হাজার ৯৮ টাকা ব্যয়ে নির্মাণাধীন রাস্তাটি উদ্বোধন করা হয়েছে।