এফএনএস: পদ্মা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। তার আনুমানিক বয়স ৩৫ বছর। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে রাজশাহী নগরীর বড়কুঠি এলাকার পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। নৌ-পুলিশের রাজশাহী মহানগর ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক জানান, অজ্ঞাত এই ব্যক্তির ৫ থেকে ৬ দিন আগে মৃত্যু হয়েছে। লাশ দূর থেকে পানিতে ভেসে এসেছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। লাশের শরীরে জখম আছে। তা দেখে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি হত্যাকান্ডের শিকার। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে। তিনি জানান, নিহত ব্যক্তির পরনে গাঢ় নীল রঙের পাঞ্জাবি, ভেতরে সাদা স্যান্ডো গেঞ্জি এবং কাল রঙের প্যান্ট ছিল। মুখে দাঁড়ি আছে।