কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন “টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডানপ্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়)” শীর্ষক প্রকল্পের মে- থেকে জুন দুই মাস মেয়াদী ‘কম্পিউটার বেসিক এন্ড নেটওয়াকিং’ বিষয়ে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে গতকাল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম, আকরাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপংকর দাশ দীপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার ওসি মোঃ শাহিন, সহকারী প্রশিক্ষক তাইজুল ইসলাম, সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, প্রশিক্ষনার্থী জাহাঙ্গীর আলী ও ঐশী প্রমূখ। অনুষ্ঠান শেষে ৪০ জন প্রশিক্ষার্থীকে সনদপত্র ও সামানি ভাতা প্রদান করা করেন।