স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা জেলা পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১২টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও সাধন কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আলীগের সাধাঃ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। তিনি জেলা পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের ৪৭ কোটি ৯৯ লক্ষ ৬ হাজার ১০৬ টাকার বাজেট ঘোষণা করে বলেন, সাতক্ষীরা জেলা পরিষদ দীর্ঘদিন দুস্থ অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। পরিষদ থেকে প্রতি বছর শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উন্নয়নের আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ বাজেট জন কল্যানে ভূমিকা রাখবেন। এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান যুবনেতা সৈয়দ আমিনুর রহমান বাবু,কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী মেহেদী হাসান সুমন, জেলা পরিষদের সদস্য মোঃ আব্দুল হাকিম, নজরুল ইসলাম, ফিরোজ কবির,শেখ আমজাদ হোসেন, সংরক্ষিত সদস্য মাহফুজা রুবি, শিল্পী রানী সহ জেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী। সমগ্র অনুষ্ঠান তত্ত্বাবধান করেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম খলিলুর রহমান।