স্টাফ রিপোর্টার ॥ সারা দেশের ন্যায় সাতক্ষীরা এইচএসসি সমমান পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনের পরীক্ষা অধিকাংশ কেন্দ্রে সুন্দরভাবে সম্পন্ন হলেও ৩ কেন্দ্রে অসৎ উপায় অবলম্বন করায় বহিষ্কারের খবর পাওয়া গেছে। সরকারি নির্দেশনা মেনে পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের পূর্বে কেন্দ্রে প্রবেশ করেন।এইচএসসি সমমান পরীক্ষায় প্রথম দিন মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বাংলা, কারিগারি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কুরআন মাজীদ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার জেলায় মোট অনুপস্থিত ২৬৩ পরীক্ষার্থী। এর মধ্যে এইচএসসি ১৬৮, আলিম ৭২,বিএম ২২ ও ভোকেশনাল ১ জন পরীক্ষার্থী। নির্ধারিত সময়ে সাতক্ষীরা সকলকেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন সময়ে সকল কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিটরিং করেন। গতকাল সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শোইয়েব আহমেদ এসময় ১ শিক্ষার্থী অসৎ উপায় অবলম্বন করার তাকে বহিষ্কার করেন। এছাড়া তালা ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ১ ও শ্যামনগর কেন্দ্রীয় মাদ্রাসায় ১ শিক্ষার্থীর বহিষ্কার করা হয়েছে।