বাল্যবিবাহ প্রতিরোধে ডিজিটাল সিস্টেমের আওতায় স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে ‘বাল্যবিবাহ নিরোধ ঘন্টা’ বিষয়ক সচেতনতামূলক সভা রবিবার খুলনার রূপসা ঢাকা ম্যাচ ইন্ডাস্ট্রিজ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোঃ হুসাইন শওকত। খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক হাসনা হেনার সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা ম্যাচ ইন্ডাস্ট্রিজ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি এ্যাড. মোঃ ফারুক হোসেন শেখ, প্রধান শিক্ষক কৌশিক কুমার বর্মন, মানবসেবা ও সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী প্রধান এ্যাড. শামীমা সুলতানা শীলু, খুলনা চেম্বার অব কমার্সের পরিচালক জুবায়ের রহমান খান জবা প্রমুখ বক্তৃতা করেন। খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে বাল্যবিবাহ বন্ধে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানে মাধ্যমিক পর্যায়ের প্রায় দুইশত ৫০জন শিক্ষার্থী অংশ নেন। -তথ্য বিবরণী