বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়নগরে মন্দির ভিত্তিক স্কুলের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় শ্যামনগরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কর্মি টি এস অনুষ্ঠিত তালায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় বিজয় দিবসে সদর উপজেলা বিএনপির র্যালি কলারোয়ায় টালি মালিক সমিতির নব—কমিটি গঠন সভাপতি গোষ্ট পাল ও সাধারণ সম্পাদক তুহিন সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ নুসরাতের নৃশংস হত্যাকারী জনির ফাঁসির দাবীতে মানববন্ধন আশাশুনি আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

আশাশুনিতে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত ২৫ পরীক্ষার্থী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১ জুলাই, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনিতে এইসএসসি ও সমমানের পরীক্ষায় ১ম দিনে ২৫ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। রবিবার থেকে উপজেলার ২টি মূল ও দুটি ভ্যেনু কেন্দ্রে এইসএসসি এবং দুটি কেন্দ্রে আলিম পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আশাশুনি সরকারি কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৪৪৫ জন। প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষায় ৬ জন অনুপস্থিত থাকায় ৪৩৯ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। এছাড়া বিএম শাখায় ২৪৪ জনের পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও ৩ জন অনুপস্থিত থাকায় ২৪১ জন অংশ নিয়েছে। একেন্দ্রে কেন্দ্র সচিবের দায়িত্বে আছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হোসেন আলী। হল সুপার রবিউল ইসলাম। বিএম শাখায় হল সুপার জি এম আক্তারুজ্জামান। দরগাহপুর কলেজিয়েট স্কুল কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৯৯৯ জন, ৯ জন অনুপস্থিত থাকায় পরীক্ষায় অংশ নিয়েছে ৯৯০ হন।কেন্দ্র সচিবের দায়িত্বে আছেন কলেজের অধ্যক্ষ গৌরপদ মন্ডল। হল সুপার আব্দুল লতিফ কলেজের অধ্যক্ষ শাহনারা বেগম। ভ্যেনু কেন্দ্রে হল সুপারের দায়িত্বে আছেন বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ বাবলুর রহমান। ইউএনও প্রতিনিধি আছেন মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম ও ইউআরসি সহকারী ইন্সট্রাক্টর মশিউর রহমান। আলিম পরীক্ষার ১ম দিন আরবি সাহিত্য পরীক্ষা অনুষ্ঠিত হয়। আশাশুনি আলিয়া মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ২৩২ জন, ৭ জন অনুপস্থিত থাকায় মোট পরীক্ষা দিয়েছে ২২৫ জন। প্রতাপনগর এবিএস ফাযিল মাদ্রার অধ্যক্ষ মাওঃ বদরুল আলম কেন্দ্র সচিবের দায়িত্বে আছেন। অপরদিকে গুনাকরকাটি ফাযিল মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১৭৬ জন। ৭ জন অনুপস্থিত থাকায় পরীক্ষায় অংশ নিয়েছে ১৬৯ জন। কেন্দ্র সচিবের দায়িত্বে আছেন মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নূর ইসলাম। হল সুপার মাওঃ জিয়াউর রহমান। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় ভিজিলেন্স টিম সদস্য উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম ও মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com