মীর আবু বকর ॥ সাতক্ষীরায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন গৃহীনদের মাঝে জমির দলিল ও গৃহ হস্তান্তর করা হয়েছে। গতকাল বেলা ১১ টায় বঙ্গভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে গৃহের চাবি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের আয়োজনে সদর উপজেলা মিলনায়তনে গৃহ হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শোয়েইব আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি ভুক্তভোগীদের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর কালে বলেন, যখন ঈদ আসে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তখন অসহায় মানুষের জন্য ভালো কিছু উপহার দেন। বিগত বছরের ন্যায় এবার পবিত্র ঈদুল আযহার উপহার হিসেবে ভূমিহীন গৃহীন পরিবারের মাঝে বাঁশগৃহ হস্তান্তর করলেন। ২ লক্ষ ৯৩ হাজার ২৭ টাকা ব্যায়ে সুন্দর এই নান্দনিক ঘরগুলি তৈরি করা হয়েছে। জেলায় প্রায় সাড়ে তিন হাজার পরিবারকে পুনর্বাসন করা হলো।এর মধ্যেমে জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হলো। তবে কোন ভূমিহীন গৃহহীন পাওয়া গেলে তাকেও পুনর্বাসন করা হবে। আগামীতে জমি আছে অথচ ঘর নাই এই প্রকল্পের কাজ শুরু হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ভারপ্রাপ্ত কোহিনুর ইসলাম, সদর সহকারী কমিশনার ভূমি অতীশ সরকার,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবা অফিসার শেখ শহিদুর রহমান, সমবায় অফিসার মোঃ করিমুল ইসলাম সহ সকল সুবিধাভোগীরা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইয়ারুল হক। উল্লেখ্য সাতক্ষীরায় ৫ ম পর্যায়ের ২৫০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার কে ঘর প্রদান করা হলো। এর মধ্যে আশাশুনি উপজেলায় ১৪০ টি এবং সাতক্ষীরা সদর উপজেলায় ১১০ টি দ্বিকক্ষ বিশিষ্ট গৃহ।