বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি ॥ তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বটিয়াঘাটা উপজেলার সাচিবুনিয়া গ্রামে এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সোমবার বিকালে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবু বক্কর সিদ্দিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মিয়া আঃ রব,এছাড়া আরো উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট এলাকার উপ সহকারী কৃষি কর্মকর্তা জাতীয় পুরস্কার প্রাপ্ত জীবানন্দ রায়। সভায় শতাধিক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন। উপ সহকারী কৃষি কর্মকর্তা জীবানন্দ রায় বলেন,সূর্যমুখী লবনাক্ত সহনশীল একটি ফসল, যেহেতু এই এলাকা উপকূলীয় লবনাক্ত এলাকা এখানে সেচ যোগ্য পানির তেমন কোন উৎস নেই তাই এই সকল এলাকায় সূর্যমুখী অনায়াসে চাষাবাদ করা সম্ভব। কৃষকদেরকে উদ্বুদ্ধ করে আগামীতে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি করাটাই আমার লক্ষ্য ও উদ্দেশ্য। উপজেলা কৃষি অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিক বলেন, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বিভিন্ন সময় কৃষক কৃষাণীদেরকে প্রশিক্ষণ ও প্রদর্শনী দিয়েছি ফলে কৃষকেরা তেল জাতীয় ফসলের চাষাবাদের উপর আগ্রহ প্রকাশ করছেন। আগামীতেও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বটিয়াঘাটার পক্ষ থেকে এই কার্যক্রম চলমান থাকবে, যাতে দেশের ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমানো সম্ভব হয়।