কয়রা (খুলনা) প্রতিনিধি ॥ সুন্দরবন থেকে ৩ মন ১০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল সোমবার (১০ জুন) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে সুন্দরবন খুলনা রেঞ্জের শাকবাড়ীয়া টহল ফাঁড়ির আওতাধীন চালকি নদীর দুই সতিনির খাল এলাকা থেকে এসব মাংস উদ্ধার করা হয়। এ সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারিরা সুন্দরবনের ভিতরে পালিয়ে যেতে সক্ষম হন। ঘটনা স্থল থেকে ১ টি নৌকা সহ হরিণ ধরার সরঞ্জাম জব্দ করেছে বন বিভাগের সদস্যরা। বন বিভাগ জানায়, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল ও শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে রাত সাড়ে ৩ টার দিকে চালকি নদীর ২ সতিিিনর এলাকা থেকে ৩ মন ১০ কেজি হরিণের মাংসসহ ১ টি নৌকা জব্দ করা হয়েছে। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। তবে এ ঘটনার সাথে জড়িত ব্যাক্তিদের চিহিৃত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান। উদ্ধারকৃত হরিণের মাংস আদালতের অনুমতিক্রমে মাটিতে পুতি বিনষ্ট করা হয়েছে।