এম এম নুর আলম ॥ দীর্ঘ ১১ মাস পর আশাশুনিতে নবাগত সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন যোগদান করেছেন। সোমবার বিকালে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এসে যোগদান করেন। পরে নির্বাহী অফিসার কৃষ্ণা রায়সহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করে নেন এবং চার্জ বুঝিয়ে দেন। ৩৮ তম বিসিএস ক্যাডার রাশেদ হোসাইন সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে প্রশিক্ষণরত ছিলেন। তার বাড়ি গাজীপুর জেলার কালিয়াপুর উপজেলায়। উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, ৩০/০৬/২০২৪ তারিখ রবিবার খুলনা বিভাগীয় কমিশনার অফিস থেকে পদোন্নিত হয়ে আশাশুনিতে নিয়োগপ্রাপ্ত করা হয়েছে। নবাগত এসিল্যান্ড যোগদান পূর্বে সাংবাদিক সহ সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতা কামনা করেছেন তিনি। এদিকে দীর্ঘদিন ভোগান্তির পর নবাগত এসিল্যান্ড যোগদান করায় সাধারণ জনগণের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরেছে।