নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনাতে মডার্ন এডুকেশন সেন্টারের আয়োজনে জাপানে উচ্চশিক্ষা এবং কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ শাহ আলমের সভাপতিত্বে “জাপানে উচ্চশিক্ষা এবং কর্মসংস্থান” বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. এটিএম জহিরউদ্দীন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর জালাল উদ্দিন আহমেদ এবং ড. আশিকুদ্দীন মারুফ। সেমিনারে প্রধান বক্তা; মডার্ন এডুকেশন সেন্টারের চেয়ারম্যান আরটিএন সিরাজুল ইসলাম জাপানে উচ্চশিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য জাপানি ভাষার গুরুত্ব এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য সুযোগ এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। জনাব সিরাজুল ইসলাম সেমিনারে অংশগ্রহনকারী শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং এনইউবিটি খুলনার সহায়তায় জাপানি ভাষা শেখার জন্য “মডার্ন এডুকেশন সেন্টার” এর খুলনা শাখা শীঘ্রই চালু হবে আশাবাদ ব্যক্ত করেন। -প্রেস বিজ্ঞপ্তি