কপিলমুনি প্রতিনিধি ॥ পাইকগাছা উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ৯ জুন নির্বাচন অনুষ্ঠিত পরবর্তী ১৯ জুন গেজেট ঘোষণার ১২ দিনের মাথায় সোমবার (১ জুলাই) সকাল ১১টায় খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে সকল চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সাক্ষাতকার অনুষ্ঠিত হয়। এরপর বেলা ১ টায় শপথ অনুষ্ঠিত হয়েছে। এসময় পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আনন্দ মোহন বিশ্বাস, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে স ম আব্দুল ওয়াহাব বাবলু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে অনিতা রানী মন্ডল শপথ নেন। এ সময় ৬ষ্ঠ পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ীদের শপথ বাক্য পাঠ করান, খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ।