কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় প্রধান শিক্ষকের অফিস কক্ষে। সাবেক ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং কমিটির সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য সচিব রবীন্দ্রনাথ বাছাড়। এসময় বক্তব্য রাখেন বিদ্যুৎসাহী সদস্য শেখ সাইফুল বারী সফু, দাতা সদস্য শাকির আহমেদ বাবু, অভিভাবক সদস্য সিদ্দিকুল ইসলাম, শেখ নাজিমউদ্দিন, সুকুমার ঘোষ, বিশ্বজিৎ দাস, শিক্ষক প্রতিনিধি তপন কুমার ঘোষ, নিত্যানন্দ সরকার, রওশনারা খাতুন। সভায় প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয়ের সম্পত্তি কাউকে দেওয়ার আইনগত কোন ক্ষমতা ম্যানেজিং কমিটি বা শিক্ষকদের নেই। সম্পত্তির বিষয়ে কোন কিছু করতে হলে শিক্ষা বোর্ডকে অবহিত করতে হবে। শিক্ষার গুণগত মান ও অবকাঠামো উন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।