বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধি ॥ কালিগঞ্জের বিষ্ণুপুর ইউপির ৪ নং ওয়ার্ডের উপ নির্বাচন জমে উঠেছে। ইতিমধ্যে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন কালিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা অনুজ গাইন। ঘোষিত তপসিল মতে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৪জুলাই, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৫ জুলাই, মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের, শনি ও সোমবার ৬-৮ জুলাই আপিল নিষ্পত্তি, ৯ জুলাই প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ বুধবার ১০ জুলাই, প্রতিক বরাদ্দ, বৃহস্পতিবার ১১জুলাই ভোট গ্রহণ ভোট গ্রহণ শনিবার ২৭জুলাই। ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থী হিসাবে মাঠ চষে বেড়াচ্ছে সাবেক মেম্বর শেখ সিদ্দিকুর রহমান, মোশারফ হোসেন মোড়ল ও সুজিত মন্ডল। উল্লেখ্য যে, উক্ত ওয়ার্ডে নির্বাচিত ইউপি সদস্য ছিলেন ফারজানা শওকত আফি। তিনি গত উপজেলা পরিষদের নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উক্ত পদটি শুন্য হয়ে যায়।