স্টাফ রিপোর্টার ঃ আবারও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হলেন ডাঃ শেখ কুদরত-ই-খুদা। তিনি অতি দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করবেন। উল্লেখ্য ডাঃ শীতল চৌধুরীকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদ হতে স্বাস্থ্য, অধিদপ্তর মহাখালীর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসাবে সংযুক্ত করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের সহকারী সচিব এসকে হাসান জাহিদ স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য নিশ্চিত করেছেন।