পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ কাঁকড়া ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন পাইকগাছা উপজেলা চিংড়ি চাষী সমিতির নেতৃবৃন্দ। লবণ পানির চিংড়ি চাষ বহাল রাখার দাবীতে চলমান কর্মসূচীর অংশ হিসেবে বুধবার সকালে কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয়ে এ মতবিনিময় করেন চিংড়ি চাষী সমিতির নেতৃবৃন্দ। কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সভাপতি দেবব্রত দাশ দেবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, চিংড়ি চাষী সমিতির প্রধান উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চিংড়ি চাষী সমিতির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রিপন, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, পোনা ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সভাপতি সাজ্জাত আলী সরদার, কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি হিরামন মন্ডল, সাধারণ সম্পাদক শিবপদ মন্ডল, সাবেক সভাপতি অধিবাস সানা। বক্তব্য রাখেন, মনোহর চন্দ্র সানা, রেজাউল ইসলাম, শামীম হোসেন, মাহবুবুর রহমান, পঞ্চানন সানা, জামিলুর রহমান রানা, নূরুজ্জামান ও মোমিন উদ্দীন। সভায় বক্তারা বলেন, লবণ পানির চিংড়ি চাষের ওপর এলাকার হাজার হাজার মানুষের জীবন জীবিকা নির্বাহ করছে। চিংড়ি চাষ বন্ধে কোন চক্রান্ত হলে তা মেনে নেওয়া হবে না। এলাকার অর্থনীতিকে সচল রাখতে চিংড়ি চাষ বহাল রাখার কোন বিকল্প নেই। সভায় বক্তারা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে চিংড়ি চাষ বহাল রাখার আন্দোলনকে বেগবান করতে সকলের প্রতি আহ্বান জানান। সভায় উপজেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।