নগরভিত্তিক গৃহস্থালী পর্যায়ে কঠিন বর্জ্যরে নিরাপদ ব্যবস্থাপনা বিষয়ক আচরণ পরিবর্তন যোগাযোগ (বিসিসি) কৌশল প্রণয়ন ও কার্যক্রম পরিকল্পনা বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠান বুধবার খুলনা সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, সরকার বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে কাজ করে যাচ্ছে। নগরবাসীর উচিৎ নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা। খুলনাকে আধুনিক-পরিস্কার-পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে সামগ্রিকভাবে উন্নয়ন করতে হবে। কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ স্বপন কুমার হালদারের সভাপতিত্বে কর্মশালায় সিটি কর্পোশেনের নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মাজেদা খাতুন, কেসিসি’র সচিব (অতিরিক্ত দায়িত্ব) সানজিদা বেগম, ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না, বিসিসি’র এডভাইজার মোঃ এহসান রহমান আবির প্রমুখ বক্তৃতা করেন। দুই দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীরা বর্জ্যরে নিরাপদ ব্যবস্থাপনা বিষয়ক আচরণ পরিবর্তন বিষয়ে মতামত তুলে ধরেন। কর্মশালায় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর, কেসিসির কর্মকর্তা ও সরকারি-বেরসকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। খুলনা সিটি কর্পোরেশন, এসএনভি ও কণিকা কনসাল্টিং সার্ভিসেস লিঃ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। -তথ্য বিবরণী