কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিদের সাড়ে ৭’শ টাকার পরিবর্তে ২ হাজার টাকা ভাতা ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থান নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় প্রেসক্লাবের সামনে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফরহাদ রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন ডিজেবল উইমেনস অর্গানাইজেশন ডিডাব্লিউ ও নির্বাহী পরিচালক সাহারা খাতুন, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রতিবন্ধীদের পক্ষে হাসিনা পারভিন, রুবিয়া খাতুন, আবু হোসেন আলী প্রমূখ। এসময় বক্তারা বলেন, প্রতিবন্ধীদের সাড়ে ৭’শ টাকা ভাতার পরিবর্তে মাসে ২ হাজার টাকা প্রতিবন্ধী ভাতা এবং সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের কর্মসংস্থানের জন্য জোর দাবি জানানো হয়। এসময় উপজেলার ১২ ইউনিয়নে প্রায় দুই শতাধিক প্রতিবন্ধী নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।