বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়নগরে মন্দির ভিত্তিক স্কুলের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় শ্যামনগরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কর্মি টি এস অনুষ্ঠিত তালায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় বিজয় দিবসে সদর উপজেলা বিএনপির র্যালি কলারোয়ায় টালি মালিক সমিতির নব—কমিটি গঠন সভাপতি গোষ্ট পাল ও সাধারণ সম্পাদক তুহিন সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ নুসরাতের নৃশংস হত্যাকারী জনির ফাঁসির দাবীতে মানববন্ধন আশাশুনি আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও নারিকেলের চারা বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৬ জুলাই, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও নারিকেলের চারা বিতরণ করা হয়েছে। “কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ৫ জুলাই শুক্রবার সকাল ১০ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বাস্তবায়নে উপজেলা পরিষদ হল রুমে ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ/২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ১৯০০ জন কৃষকের মাঝে কৃষক প্রতি বিনামূল্যে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিওপি সার, ১০ কেজি এমওপি সার এবং ৩০০ উপকারভোগী/কৃষকের মাঝে ৫ পিস করে ১৫০০ নারিকেলের চারা বিতরণ করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সুফলভোগী কৃষক পরিবারের সদস্যবৃন্দের উপস্থিতিতে উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল হুদা এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও নারিকেলের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। বাংলাদেশের অর্থনীতিতে কৃষকদের অবদান সবচেয়ে বেশি। বর্তমান সরকার কৃষক ও কৃষিতে উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ পরিচালনায় দেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। তিনি প্রধানমন্ত্রী’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com