রবিবার, ০৬ জুলাই ২০২৫, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও নারিকেলের চারা বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৬ জুলাই, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও নারিকেলের চারা বিতরণ করা হয়েছে। “কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ৫ জুলাই শুক্রবার সকাল ১০ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বাস্তবায়নে উপজেলা পরিষদ হল রুমে ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ/২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ১৯০০ জন কৃষকের মাঝে কৃষক প্রতি বিনামূল্যে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিওপি সার, ১০ কেজি এমওপি সার এবং ৩০০ উপকারভোগী/কৃষকের মাঝে ৫ পিস করে ১৫০০ নারিকেলের চারা বিতরণ করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সুফলভোগী কৃষক পরিবারের সদস্যবৃন্দের উপস্থিতিতে উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল হুদা এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও নারিকেলের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। বাংলাদেশের অর্থনীতিতে কৃষকদের অবদান সবচেয়ে বেশি। বর্তমান সরকার কৃষক ও কৃষিতে উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ পরিচালনায় দেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। তিনি প্রধানমন্ত্রী’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com