বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়নগরে মন্দির ভিত্তিক স্কুলের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় শ্যামনগরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কর্মি টি এস অনুষ্ঠিত তালায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় বিজয় দিবসে সদর উপজেলা বিএনপির র্যালি কলারোয়ায় টালি মালিক সমিতির নব—কমিটি গঠন সভাপতি গোষ্ট পাল ও সাধারণ সম্পাদক তুহিন সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ নুসরাতের নৃশংস হত্যাকারী জনির ফাঁসির দাবীতে মানববন্ধন আশাশুনি আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

সাতক্ষীরায় জরায়ু ও স্তন ক্যান্সার স্ক্রীনিং উন্নয়ন বিষয়ক সমন্বয়ক সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৭ জুলাই, ২০২৪

স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং উন্নয়ন বিষয়ক সমন্বয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্কিনিং কর্মসূচি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে গতকাল সকাল ১০ টায় সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে খুলনা স্বাস্থ্য বিভাগ পরিচালক ডাঃ মোঃ মনজুরুল মুর্শিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি।তিনি বলেন, জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং উন্নয়নে সচেতনতা তৈরি করতে হবে। জেলা প্রশাসন,উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের মাসিক সমন্বয় সভার মাধ্যমে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং বিষয়ে সচেতন মুলুক বক্তব্য রাখতে হবে। এর ভয়াবহতার বিষয়ে সকলের জানানো জরুরী। বাংলাদেশে ৩০ থেকে ৬০ বছর বয়সী নারীদের এই সমস্যা বেশি ধরা পড়ে। তাদের লজ্জা বাদ দিয়ে নিকস্থ হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সচেতনতা বৃদ্ধি করতে না পারলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে না। স্কুল,মসজিদ সহ সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং উন্নয়ন বিষয়ে সচেতনতার সৃষ্টি কথা বলতে হবে।স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালাম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কমিউনিটি ক্লিনিক হেলথ এ্যাসিসট্যান্স ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক একেএম নুরুন্নবী কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিজিএমই এর পরিচালক(পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ) প্রফেসর ডাঃ কাজী আফজালুর রহমান,সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ রুহুল কুদ্দুস,সামেক পরিচালক ডাঃ কুদরত ই খুদা,খুলনা পরিবার পরিকল্পনা বিভাগ বিভাগীয় পরিচালক মোঃ আকিব উদ্দীন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমান উল্লাহ আল হাদী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু,সামেকের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডাঃ কাজী হাবিবুর রহমান,অতিঃ জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) শেখ মইনুল ইসলাম মঈন, অতিঃ পুলিশ সুপার(ডিএসবি) মোঃ আতিকুল ইসলাম, মেডিকেল কলেজের গাইনী বিভাগের প্রধান প্রফেসর ডাঃ শংকর প্রসাদ বিশ্বাস, সার্জারী বিভাগের প্রধান ডাঃ মোহাম্মদ শরিফুল ইসলাম,প্যাথলজী বিভাগের প্রধান ডাঃ রেবা দাস, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক গাজী বাশির আহমেদ, এসময় বক্তব্য রাখেন ইপিসিবিসিএসপি এর প্রকল্প পরিচালক প্রফেসর আশরাফুন্নেছা,শেখ নাজিম উদ্দীন লিংকন, ডাঃ পুষ্পানঞ্জলী রায়,ডাঃ আহসানুল ইসলাম কল্লোল। এসময় জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্লোপোসকপিস্ট ডাঃ নন্দিনী সরকার পিউ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com