দক্ষিণ শ্রীপুর কালিগঞ্জ প্রতিনিধি ॥ কালিগঞ্জ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত হয়েছে। গতকাল সকালে উপজেলার গোবিন্দ কাটি শ্রী শ্রী কালী মন্দিরে বিভিন্ন আচার আনুষ্ঠানিক শেষে রথের রশ্মি টেনে শ্রী শ্রী ঠাকুরের মাসীর বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। দিনব্যাপী চলে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, আরতি কীর্তন, পূজা অর্চনাসহ নানা আয়োজন। প্রতিবছরই বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রার আয়োজন করেন ঘোজা গোবিন্দ কাটি টোনা ও বাঁশদহ গ্রামের সনাতন ধর্মাবলম্বীরা। ঐতিহ্যবাহী গোবিন্দ কাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রতিবছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা শুরু হয়। ধর্মীয় মাঙ্গলিক কর্ম সম্পাদনের মধ্য দিয়ে সনাতনী ধর্মাবলম্বীরা এই জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন করে। রথযাত্রা উদযাপন অনুষ্ঠানে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব কমিটির সভাপতি সুধাকর বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও (ইউপি) চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোবিন্দ কাটি রথযাত্রা উৎসব কমিটির সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র মন্ডল, কালিগঞ্জ উপজেলার হিন্দু বৈদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অসিত সেন, ইউপি সদস্য পরজিত সরকার, রথযাত্রা উৎসব কমিটির সকল সদস্য ও ইউনিয়ন আ’লীগের নেতৃবৃন্দ। আগামী (১৫ জুলাই) সোমবার উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের এই রথযাত্রা উৎসবের সমাপ্তি হবে।