পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ব্যবহৃত মটর সাইকেলটি চুরি হয়ে গিয়েছে। রোববার বিকাল ৩টার দিকে অফিসের নীচ থেকে মটর সাইকেলটি চুরি হয়ে যায়। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট এ কর্মকর্তা জানান। উল্লেখ্য, উপজেলা পরিষদের বহুতল নতুন ভবনের নির্মাণ কাজ সম্পন্ন না হওয়ায় উপজেলা পরিষদের সামনে দানবীর আলহাজ¦ ফসিয়ার রহমানের আবাসিক ভবনের ৩য় তলায় উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের অফিসিয়াল কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার বলেন, ঘটনার দিন বিকাল ৩টার দিকে উপজেলা থেকে এসে অফিসের নীচে মটর সাইকেলটি রেখে নিজ দপ্তরের অফিসে যায়। আবারো উপজেলা পরিষদে যেতে হবে এজন্য দ্রুত অফিস থেকে নীচে নেমে আসি। এসেই দেখি আমার ব্যবহৃত খুলনা-ল-১২-২৭৭৪ নং পালসার ডাবল ডিস্ক মটর সাইকেলটি নাই। কে বা কারা দ্রুত সময়ের মধ্যে চুরি করে পালিয়ে যায়। তাৎক্ষনিকভাবে বিষয়টি থানায় গিয়ে পুলিশকে অবহিত করা হয়। চুরি যাওয়া মটর সাইকেলটি উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে বলে থানার ওসি ওবাইদুর রহমান জানান।