কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জ উপজেলা স্কাউট কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সভা বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে ।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটের সভাপতি দীপঙ্কর দাশের সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্কাউটস কমিটির সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলুর সঞ্চালনায় সভায় উপজেলা স্কাউটস কমিটির সদস্যদের বার্ষিক চাঁদা আদায়, উপজেলা স্কাউটস কমিটি পুনরায় গঠন ,ভবন নির্মাণসহ আগামীতে বিভিন্ন কর্ম পরিকল্পনা গ্রহণ করা বিষয়ে আলোচনা হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান ,সহকারি অধ্যাপক নিয়াজ কওসার তুহিন, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়, প্রধান শিক্ষক আনারুল ইসলাম, সহকারী শিক্ষক শাহিনুর রহমান শাহিন, ও সৈয়দ মোমিনুর রহমান, সহকারী শিক্ষক শিশির কুমার দত্ত, সরকারি শিক্ষক অচিন্ত্য কুমার।